Breaking







Sunday 1 May 2022

WBCS Previous 10 Year's Question Paper Subject Wise {History} D1STUDY.in

সুপ্রিয় বন্ধুরা
আজকে আমরা আপনাদের কাছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিগত 10 বছরের প্রাচীন এবং মধ্যযুগ থেকে আসা সমস্ত প্রশ্ন উত্তর আপনাদের কাছে রাখার চেষ্টা করলাম। এই পোষ্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।


1. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?

(a) সুরকোটাডা

(c) ধোলাভিরা

(b) লোথাল

(d) বানওয়ালি


2. ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে?

(a) বুদ্ধঘোষ 

(b) অশ্বঘোষ

 (c) নাগার্জুন 

(d) পাণিনি


3. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন?

(a) ফা-হিয়েন

(c) মেগাস্থিনিস

(b) সুয়ান জাং (হিউয়েন সাঙ) 

(d) স্ট্রাবো


4. কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?

(a) অঙ্গ

(b) কোশল

(c) মগধ

(d) অবন্তী


5. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন?

(a) বোধগয়া

(c) সারনাথ

(b) শ্রাবস্তী

(d) বৈশালী


6. গ্রীক লেখকদের রচনায় কাকে ‘স্যান্ড্রোকোট্টস’ বলা হয়েছে?

(a) অশোক

(c) চন্দ্রগুপ্ত মৌর্য

(b) বিন্দুসার

(d) ধননন্দ


7. কিতাব-উল-হিন্দ কার রচনা? 

(a) আল মাসুদি

(c) সুলেমান

(b) আলবিরুনি

(d) ফিরদৌসি


৪. ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে?

(a) আর্যভট্ট

(c) অমরসিংহ

(b) বরাহমিহির

(d) ব্রহ্মগুপ্ত


9. কোন গুপ্ত শাসক হূণ আক্রমণ প্রতিহত করেছিলেন?

(a) সমুদ্রগুপ্ত

(c) স্কন্দগুপ্ত

(b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(d) কুমারগুপ্ত


10. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপরগবেষণার জন্য বিখ্যাত? 

(b) বিপান চন্দ্ৰ

(d) অমলেশ ত্রিপাঠী

(a) সতীশ চন্দ্ৰ

(c) রামশরণ শর্মা


11. কে চাহলগানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? 

(a) গিয়াসুদ্দিন বলবন 

(c) আলাউদ্দিন খলজি 

(c) ইলতুৎমিস 

(d) মহম্মদ বিন তুঘলক


12. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন?

(a) ফিরোজ শাহ তুঘলক 

(b) মহম্মদ বিন তুঘলক 

(c) আলাউদ্দিন খলজি 

(d) সিকান্দার লোদি


13. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন?

 (a) মান সিংহ 

(b) অমর সিংহ 

(c) উদয় সিংহ 

(d) যশবন্ত সিংহ


14. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন? 

(a) কুতুবুদ্দিন বকতিয়ার কাকী 

(b) নাসিরুদ্দিন কুবাচা

(c) ইলতুৎমিস

(d) কুতুবউদ্দিন আইবক


15. কে ‘হৈন্দভ ধর্মোদ্ধারক’ (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন? 

(b) শিবাজী

 (a) গুরু রামদাস 

(c) প্রথম বাজীরাও 

(d) বালাজী বাজীরাও


16. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি/ তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন?

(a) মান সিংহ

 (b) টোডরমল 

(c) ভগবন্ত দাস 

(d) বীরবল


17. হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়?

(a) জাহাঙ্গীর

(c) আকবর

(b) শাহজাহান

(d) ঔরঙ্গজেব


18. কে ‘খালসা’ প্রবর্তন করেন?

(a) গুরু তেগ বাহাদুর 

(c) গুরু গোবিন্দ সিংহ

(d) গুরু হরগোবিন্দ

(b) গুরু নানক


19. কাদম্বরী’- র রচয়িতা হলেন—

(a) ক্ষেমেন্দ্ৰ

(c) ভবভূতি

(b) কলহন

(d) বাণভট্ট


2017

20. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন—

(a) কৌটিল্য

(b) নচিকেতা

(d) জীবক

(c) চরক


21. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?

 (b) সুকতাজেনদোব 

(a) মহেঞ্জোদারো 

(c) কলিবঙ্গান

 (d) লোথাল 


22. মগধের কোন শাসক ‘সেনিয়া’ নামে পরিচিত ছিলেন?

 (a) বিম্বিসার 

(b) অজাতশত্রু 

(c) মহাপদ্ম নন্দ 

(d) চন্দ্রগুপ্ত মৌর্য 


23. ‘অষ্টদিগ্গজ’ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন— 

(a) প্রথম দেবরায় 

(b) দ্বিতীয় দেবরায় 

(c) বীর নরসিংহ

 (d) কৃষ্ণদেব রায়


24. মৌর্যশাসক যিনি তাঁর আদেশলিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন, তিনি—

(a) বিম্বিসার

(c) চন্দ্রগুপ্ত মৌয়

(b) অশোক

(d) বৃহদ্রথ


25. চীনা পর্যটক হিউয়েন সাং ভারতের আসেন যার শাসনকালে তিনি হলেন—

(a) সমুদ্রগুপ্ত

 (c) হর্ষবর্ধন

(b) অশোক 

(d) প্রথম কুলোতুঙ্গ


26. ‘সুল-ই-কুল’ নীতি প্রবর্তন করেন— 

(a) আকবর 

(b) ওরঙ্গজেব 

(c) জাহান্দার শাহ 

(d) মহম্মদ শাহ


27. রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল— 

(a) কাছোয়া 

(b) শিশোদিয়া 

(c) সোলাঙ্কি 

(d) পরামর


28. ‘রজমনামা’ যে গ্রন্থটির ফারসি অনুবাদ সেটি ছিল— 

(a) উপনিষদ 

(b) রামায়ণ 

(c) গীতা 

(d) মহাভারত


29. ‘নীলদর্পণ’ - এর রচয়িতা হলেন—

(a) রবীন্দ্রনাথ ঠাকুর 

(b) দীনবন্ধু মিত্র 

(c) গিরিশ চন্দ্র ঘোষ 

(d) বিপিন চন্দ্র পাল


30. মুন্ডা বিদ্রোহ (উলগুলান) -এর নেতৃত্ব দেন— 

(a) সিধু 

(c) বাপট 

(b) বিরসা 

(d) কোরা মাল্লা


31. ‘সতী’ প্ৰথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল— 

(a) 1795 

(b) 1800 

(c) 1829 

(d) 1858


32. জাতীয়তাবাদী সংগঠন ‘পুনা সার্বজনিন সভা’ প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হল 

(a) 1870 

(b) 1885 

(c) 1890 

(d) 1900


33. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল—

 (a) কলকাতা 

(b) বোম্বাই 

(c) মাদ্রাজ 

(d) এলাহাবাদ


34. যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাসব্যান্ড মিশন পাঠান, তিনি হলেন

(a) রিপন 

(b) লিটন 

(c) মেয়ো 

(d) কার্জন


35. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন—

(a) বি. জি. তিলক 

(b) এন. এম. লোখান্ডি __

(c) এম. কে. গান্ধি 

(d) বি. আর. আম্বেদকর


36. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে, সেটি ছিল—

(a) অযোধ্যা

(c) ত্রিবাঙ্কুর

(b) কাশ্মীর

(d) মহীশুর


37. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত?

(a) সুমিত সরকার

(c) সুশোভন চন্দ্র সরকার

(6) যদুনাথ সরকার

(d) এস. গোপাল


38. কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন?

 (a) বাবর 

(b) আকবর

(c) শাহজাহান

(d) ঔরঙ্গজেব


39. সত্নামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়, তিনি ছিলেন—

(a) আকবর 

(b) জাহাঙ্গীর 

(c) শাহজাহান 

(d) ঔরঙ্গজেব


40. রামমোহন রায় কে রাজা উপাধি প্রদান করেন মুঘল সম্রাট— 

(a) জাহান্দার 

(b) মুহম্মদ শাহ 

(c) দ্বিতীয় আকবর 

(d) বাহাদুর শাহ জাফর


41. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে (দেবগিরি)রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন—

(a) কুতুবুদ্দিন আইবক

(c) মুহম্মদ বিন তুঘলক

(b) ইলতুৎমিস

(d) ফিরোজ শাহ


42. ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের লেখক হলেন— 

(a) বদাউনি 

(b) আবুল ফজল 

(c) শেখ মুবারক 

(d) ফৈজি


43. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদন্ড দেন, তিনি ছিলেন—

(a) তেগবাহাদুর

 (c) গোবিন্দ সিংহ

(b) নানক 

(d) অর্জুন দেব


2016


44. হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?

(a) কালিবঙ্গান

 (b) লোথাল 

(c) কোটডিজি 

(d) রোপার 


445. নিম্নলিখিত কোন্ সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? 

(a) মৃচ্ছকটিক

 (b) দেবীচন্দ্রগুপ্ত

 (c) মত্তবিলাস

(d) মুদ্রারাক্ষস


46. খ্রীস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল?

(a) পাল, চোল, পল্লব

 (b) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট 

(c) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট

 (d) পাল, চোল, রাষ্ট্রকূট


47. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে?

(a) সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের

(b) একাদশ ও দ্বাদশ শতকের তুর্কী আক্রমণের

(c) মালাবার উপকূলে আরব বণিকগণের

(d) সুফি সন্ত এবং আরবীয় পর্যটকগণের


48. 1621 খ্রীঃ ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল?

(a) গোয়া

 (b) সুরাট

 (c) কালিকট 

(d) মাদ্রাজ 


49. নিম্নলিখিত কোন্ ব্যক্তি দীন-ই-ইলাহীর একজন সদস্য হয়েছিলেন?

(a) রাজা মান সিং 

(b) টোডরমল ___

(d) রাজা বীরবল

 (c) তানসেন 


 50.কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত

(a) নসক 

(b) গাল্লাবসি 

(c) জাবতি 

(d) কানকুট 



🟣Next Part Coming Soon..



♦️Mock Test Details- Click Here


No comments:

Post a Comment







Twt
D1 Study Subscribe our Youtube Channel
Subscrib